প্রশ্ন: শরীয়তপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: শরীয়তপুর জেলার সীমানা কি?
উ: শরীয়তপুর জেলার সীমানা:
✅ উত্তরে: মুন্সীগঞ্জ ও পদ্মা নদী
✅ দক্ষিণে: বরিশাল
✅ পূর্বে: চাঁদপুর, পদ্মা ও মেঘনা নদী
✅ পশ্চিমে: মাদারীপুর জেলা
প্রশ্ন: শরীয়তপুর জেলার আয়তন কত?
উ: ১২৭২ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: শরীয়তপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: অরুনীমা শরীয়তপুর।
প্রশ্ন: শরীয়তপুর জেলার গ্রাম কতটি?
উ: ১৩৫৫ টি।
প্রশ্ন: শরীয়তপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৬৫ টি।
প্রশ্ন: শরীয়তপুর জেলার উপজেলা কতটি ও কি কি?
উ: ৬ টি। ডামুড্যা, নড়িয়া, ভেদরগঞ্জ, জাজিরা ও গোসাইর হাট, শরীয়তপুর সদর।
প্রশ্ন: শরীয়তপুর জেলার পৌরসভা কতটি?
উ: ৬ টি।
প্রশ্ন: শরীয়তপুর জেলার নদ-নদী কি কি?
উ: পদ্মা, মেঘনা, পালং, কীর্তিনাশা ইত্যাদি।
প্রশ্ন: শরীয়তপুর জেলার শিল্প সম্পদগুলো কি কি?
উ: মৃৎশিল্প।
প্রশ্ন: শরীয়তপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: ধানুকার মনসা বাড়ি, ফতেহজংপুর দুর্গ, কেদারবাড়ি।
প্রশ্ন: শরীয়তপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: সিরাজ শিকদার (রাজনীতিবিদ), গায়ক আবদুল আলীম, আবু ইসহাক (সাহিত্যিক), অতুল প্রসাদ সেন (সঙ্গীত ও সুরকার)।